গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বজ্রপাতে স্মৃতি সাহা (৩৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃষ্টির মধ্যে স্মৃতি সাহার টিনের ঘরের ওপর বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার ঘর বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্মৃতি সাহা ওই গ্রামের গৌরাঙ্গ সাহার স্ত্রী।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।