আট বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। ভারতের চণ্ডীগড়ের বাপুধাম কলোনিতে ঘটেছে এমনই লজ্জাজনক ঘটনা। পুলিশ এই মামলায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। সেক্টর-২৬ থানার পুলিশ নাবালিকার মেডিক্যাল টেস্ট করানোর পর ওই বৃদ্ধের বিরুদ্ধে এইআইআর দায়ের করে মঙ্গলবার ওই বৃদ্ধকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত বৃদ্ধ অবসরপ্রাপ্ত আর্মি অফিসার এবং তিনি নাবালিকার প্রতিবেশী ছিলেন। পুলিশ নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ নিয়েছে। নাবালিকার মা জানান, ওই বৃদ্ধ তার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এবং তার সঙ্গে অপকর্ম করেন। নাবালিকা বাড়ি ফিরে পরিবারকে এই ঘটনার কথা বললে তারা পুলিশের দারস্থ হন।