আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


বকশীগঞ্জে টর্নেডোতে নিহত ৩, ঘরবাড়ি বিধ্বস্ত

 

jamalpur_sm_581443019

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বগারচর ইউনিয়নের সারমারা ও গোপালপুর গ্রামে টর্নেডোর আঘাতে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সারমারা গ্রামের মাসুম মিয়া (৩০) ও সালু (৬৫) এবং গোপালপুর গ্রামের মকছেদ আলী ভুদল (৩০)। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সংঘটিত এক মিনিট স্থায়ী এ টর্নেডোতে আহত হয়েছেন অন্তত অর্ধ শত গ্রামবাসী।
এলাকাবাসী ও স্থানীয় উপজেলা প্রশাসন সূত্র জানায়, সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের সারমারা ও গোপালপুর গ্রামে টর্নেডো আঘাত হানে। মাত্র এক মিনিট স্থায়ী এ ভয়াবহ টর্নেডোতে সারমারা বাজারের ৬০টি দোকানসহ সারমারা ও গোপালপুর গ্রামের অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। টর্নেডোর আঘাতে সারমারা বাজারের একটি চিড়ার মিল বিধ্বস্ত হয়ে মিলমালিক মাসুম মিয়া ও মিলের শ্রমিক সালু নিহত হন। এ ছাড়া ঘরচাপা পড়ে মারা যান গোপালপুর গ্রামের কৃষক মকছেদ আলী ভুদল। গুরুতর আহত অন্তত ১০ জনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান বলেন, “টর্নেডোতে দুটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। টর্নেডোর আঘাতে তিনজন নিহত হওয়ার কথা স্বীকার করে তিনি আরো জানান, প্রাথমিকভাবে কমপক্ষে দেড় শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে অসংখ্য গাছপালা উপড়ে গেছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!