বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। এতে আরো তিন থেকে চার ঘণ্টা লেগে যেতে পারে।
“সোয়া ৯টার দিকে পাশের একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হয়েছে।”
ভোর সোয়া ৪টার দিকে ফেনী রেলস্টেশনের নিকটবর্তী সহদেবপুর এলাকায় চট্টগ্রাম থেকে বগুড়াগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাকসাম রেল জংশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় রাতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রধান ট্রেন ঢাকা মেইল ও তুর্ণা নিশিথা মাঝপথে আটকে যায় বলে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার জানান।
তবে সকালে সুবর্ণা এক্সপ্রেস ও মহানগর প্রভাতী যথাসময়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান তিনি।