স্প্যানিশ তারকা দিয়েগো কস্তার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গতকাল চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ধরনের হ্যামস্ট্রিং ইনজুরিতে তিনি আক্রান্ত হয়েছেন। তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার মাত্র নয় মিনিট মাঠে ছিলেন ২৫ বছর বয়সী কস্তা। কিন্তু উরুর ইনজুরির কারনে তাকে তাড়াহুড়া করে উঠিয়ে নিতে বাধ্য হন অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে। স্থানীয় কেমট্রো ক্লিনিকে স্প্যানিশ এই তারকার স্ক্যানের পরে সেখানবার প্রধান চিকিৎসক পেড্রো গুইলেন জানিয়েছেন, “তার অবস্থা ভালো নয়। ম্যাচের আগে তার যা অবস্থা ছিল সে রকমই আছে। তার ডান হ্যামস্ট্রিংয়ে এখনো গ্রেড ওয়ান ইনজুরি রয়েছে এবং এ কারণে তাকে অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।” গতবারের রানার্সআপ নেদারল্যান্ডসের বিপক্ষে ইউরোপিয়ান ও বর্তমান চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৩ জুন তাদেন বিশ্বকাপ মিশন শুরু করবে। গুইলেন জানিয়েছেন কস্তা সেখানে উপস্থিত থাকবেন। কিন্তু সবকিছুই তার উন্নতির ওপর নির্ভর করছে। কস্তার ফিটনেসের জন্য স্প্যানিশ ম্যানেজার ভিসেন্তে ডেল বস্ক শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার ইঙ্গিত দিয়েছেন। লিসবনে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে রিয়াল ৪-১ গোলে অ্যাতলেতিকোকে বিধ্বস্ত করে শিরোপা জয় করে। আগামী ৩০ জুন বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য বস্ক ১৯ সদস্যের দলে তিনজন ফরোয়ার্ড ডেভিড সিলভা, ফার্নান্দো তরেস এবং পেড্রো রডরিগুয়েজের নাম ঘোষনা করেছেন। ওই ম্যাচের পরে স্প্যানিশ কোচ বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করবেন। ২৩ সদস্যের দলে নামিয়ে আনার আগে বিশাল তালিকায় কস্তা ছাড়া আরো সাতজন অ্যাতলেতিকো ও রিয়ালের খেলোয়াড় রয়েছেন। ‘গ্রুপ-বি’-তে এবারের আসরে নেদারল্যান্ডস ছাড়াও স্পেনের প্রতিপক্ষ অন্য দুই দল হলো চিলি ও অস্ট্রেলিয়া।