কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরের মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার ২ সেপ্টেম্বর বিদ্যালয় মাঠে আয়োজিত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি’র পুত্র শিল্পপতি খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি)।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, পৌর মেয়র রকিবুল হক ছানা, আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।