নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন (বিকেডিএ)’র বৃত্তি পরীক্ষা গত ২১ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় স্থানীয় মেহেরুন্নেসা মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা সমন্বয়কারী ও সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ খ. আব্দুল ওয়াদুদ জানান, এ পরীক্ষায় উপজেলার ১৬টি কিন্ডারগার্টেন এর প্লে থেকে চতুর্থ শ্রেনির ৪৮১জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর বৃত্তি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও উদ্দিপনা বৃদ্ধির লক্ষ্যে সাময়িক সনদ, স্বর্ণের মেডেল, ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
২০০০ সাল থেকে সংগঠনটি প্রতিবছর এই বৃত্তি পরীক্ষা পরিচালনা করে আসছে। পরীক্ষা চলাকালীন সময় গোপালপুর কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন ( জিকেডিএ) এর সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীসহ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান প্রধানগণ হল পরিদর্শন করেন।