নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে আব্দুল হামিদ আলাউদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা গত ১৫ ডিসেম্বর সকাল ১০টায় একযোগে গোপালপুর উপজেলার মেহেরুন্নেছা মহিলা কলেজ ও মধুপুর উপজেলার বেলুটিয়া দত্তবাড়ির সৃজন প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হামিদ আলাউদ্দিন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বৃত্তির সার্বিক পরিচালক ডাক্তার আসলামুল ইসলাম রুদ্র জানান, পরীক্ষায় গোপালপুর, মধুপুর ও ধনবাড়ি উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারি শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ২৫০জন ক্ষুদে পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। ২০১৩ সাল থেকে সংগঠনটি এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।