কে এম মিঠু:
গত সপ্তাহের দুই দফা ভূমিকম্প ও কালবৈশাখী ঝড়ে গোপালপুর উপজেলার ক্ষতিগ্রস্ত দেড়ডজন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার কাজ দারুনভাবে বিঘ্নিত হচ্ছে। ফাটল ধরা ভবন ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীরা গাছতলায় ক্লাস করছে। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার জানান, সাম্প্রতিক দুদফা ভূমিকম্পে নারুচি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেমন্তকুমারী উচ্চবিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিপজ্জনক ফাটল দেখা দেয়ায় শিক্ষকরা এখানে ক্লাস নেয়া বন্ধ করে দিয়েছেন। পুরনো উপজেলা পরিষদ ভবন এবং শতাব্দী প্রাচীন আলমনগর জামে মসজিদে ফাটল ধরায় দুঘর্টনার আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে গত সপ্তাহের দুইদফা কালবৈশাখী ঝড়ে চাতুটিয়া উচ্চবিদ্যালয়সহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এসব প্রতিষ্ঠানের ৪/৫ হাজার শিক্ষার্থী এখন খোলা আকাশের নীচে ক্লাস করছে।