আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


কালিয়াকৈরে ডিজে পার্টি থেকে মদসহ ১৫ তরুণ-তরুণী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার ‘সোহাগ পল্লী’ বিনোদন পার্কের ভেতর অনুষ্ঠিত ডিজে পার্টি থেকে ১৫ জন তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ওই ডিজে পার্টিতে মদ্যপ অবস্থায় অশ্লীল নৃত্য পরিবেশনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহাগ পল্লী বিনোদন পার্কে দিনের বেলায় চলে পিকনিক, শুটিংসহ নানা অনুষ্ঠান এবং রাতে চলে মদ, জুয়ার আসরসহ অসামাজিক কার্যকলাপ। মাঝেমধ্যে আয়োজন করা হয় ডিজে পার্টির নামে অশ্লীল নৃত্য। গত বৃহস্পতিবার রাতে ঢাকার এক ব্যক্তির উদ্যোগে ওই বিনোদন পার্কের ভেতর ডিজে পার্টির আয়োজন করা হয়। ওই ডিজে পার্টিতে অর্ধশতাধিক তরুণ-তরুণী মদ্যপান করে অশ্লীল নৃত্য শুরু করে। এর ফাঁকে চলে অসামাজিক কার্যকলাপ। খবর পেয়ে পুলিশ ওই বিনোদন পার্কের ভেতর অভিযান চালায়। এ সময় পুলিশ ওই ডিজে পার্টি থেকে সাত তরুণী ও আট তরুণকে গ্রেপ্তার করে। এ সময় পার্কের ব্যবস্থাপকসহ অন্যরা পার্কের সীমানা দেয়াল টপকিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ তল্লাশি করে ৯টি বিদেশি মদের বোতল ও দুই শতাধিক বিয়ারের ক্যান উদ্ধার করে।

বিনোদন পার্কটির ব্যবস্থাপক শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিবাহবাষির্কীর অনুষ্ঠান হবে বলে ঢাকার শওকত আলম নামের এক ব্যক্তি বুকিং নিয়ে ডিজে পার্টির আয়োজন করে। তিনি পার্কটিতে অসামাজিক কার্যকলাপের কথা অস্বীকার করে বলেন, এখানে দিনের বেলায় পিকনিক ও শুটিং ছাড়া অন্যকিছু চালানো হয় না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!