জয়নাল আবেদীন সভাপতি : নূরুজ্জামান সম্পাদক
কে এম মিঠু, গোপালপুর : ‘সুস্থধারার গ্রামীণ সাংবাদিকতা শুরু হোক, অপসাংবাদিকতা বন্ধ হোক’ এ শ্লোগানকে সামনে রেখে উত্তর টাঙ্গাইলের ৬টি উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমান, গোপালপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জলিল।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নূরুজ্জামান মিঞাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি পদে ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি স ম জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ধনবাড়ি প্রেসক্লাবের সম্পাদক আনসার আলী, গোপালপুর প্রেসক্লাবের যুগ্নসম্পাদক ও দৈনিক সকালের খবরের গোপালপুর প্রতিনিধি কে এম মিঠু, দৈনিক প্রতিদিনের সংবাদের কালিহাতী প্রতিনিধি মো. কামরুল হাসান, দৈনিক সংগ্রামের ভূঞাপুর প্রতিনিধি মিজানুর রহমান, যুগ্নসম্পাদক পদে দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদ, দৈনিক সংবাদের কালিহাতি প্রতিনিধি দাস পবিত্র, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক খবরপত্র গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ভোরের পাতার ধনবাড়ি প্রতিনিধি আব্দুল্লাহ আবু এহসান, ঘাটাইল প্রেসক্লাবের সম্পাদক আনোয়ার হোসেন বকুল, অর্থসম্পাদক পদে দৈনিক খবরপত্রের কালিহাতি প্রতিনিধি মোল্লা মুশফিকুর মিল্টন, সাংগঠনিক সম্পাদক পদে গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক আমাদের সময় কালিহাতি প্রতিনিধি কাজল আর্য, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দৈনিক সকালের খবরের মধুপুর প্রতিনিধি আমিনুল হক, দপ্তর সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের ঘাটাইল প্রতিনিধি বিষ্ণুৃ প্রিয় দীপ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে দৈনিক আমাদের সময় প্রতিনিধি ও ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম কিসলু, সমাজকল্যাণ পদে দৈনিক খবরপত্রের ভূঞাপুর প্রতিনিধি শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সংবাদের মুধুপুর প্রতিনিধি হাবিবুর রহমান, আইসিটি সম্পাদক পদে দৈনিক সংবাদের ঘাটাইল প্রতিনিধি মো. খায়রুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সকালের খবরের ঘাটাইল সংবাদদাতা মো. মাসুম মিয়া। নির্বাহী সদস্যরা হলেন দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন হীরা, দৈনিক নয়া দিগন্তের গোপালপুর সংবাদদাতা মো. সাইফুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল।