ডেক্স নিউজ :
বয়স মাত্র ১৯ বছর। এই বয়সেই অভিষেক হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ গড়েছেন বিশ্বরেকর্ড। ভেঙ্গে দিয়েছেন ১২৯ বছরের অস্ট্রেলিয়ার হয়ে অভিষিক্ত স্পিনার জন জেমস ফেরিসের গড়া ১৮ উইকেটের রেকর্ড।
১৮৮৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের অ্যাশেজ সিরিজে ১৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন বাঁহাতি স্পিনার ফেরিসের।
চট্টগ্রাম টেস্টে অভিষেক হয়েছিলো এ অফ স্পিনারের। প্রথম টেস্টেই নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে মিরাজের ঘূর্ণিতে সাজঘরে ফিরেছেন ছয়জন ইংলিশ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে এক উইকেট নিয়েও দলকে জেতাতে পারেন নি মিরাজ।
ঢাকা টেস্টে যেন ইংলিশদের কাছে যমদূত হিসেবে আবির্ভাব হন মিরাজ। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট নিয়ে দলের জয় নিশ্চিত করেছেন তিনি।
শুধু কি তাই? দুই ম্যাচ টেস্ট সিরিজে একজন অভিষিক্ত খেলোয়াড় হিসেবে ১৯টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন মিরাজ।