কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে দুইদিন ব্যাপি শিক্ষা পদক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শেষ হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। প্রধান অতিথি ছিলেন এমপি ছোট মনির।
বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমেন, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।