আজ || শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


বেরুচ্ছে জাহিদ সাঁইয়ের একক এলবাম ‘নি:শ্বাসের বর্ণমালা’

12371253_1168404479844199_3391293438421789658_o

মহান ২১শে ফেব্রুয়ারি আসছে গীতিকবি জাহিদ সাঁইয়ের প্রথম একক ‘নি:শ্বাসের বর্ণমালা’। এলবামে শুন্য শুন্য, প্রেম কবি, হ্নদয়ের সবটা জুড়ে, নি:শ্বাসের বর্নমালা, ইচ্ছে করে, কাঙাল, ঘুম ঘুম রাত, রাত পোহাবে বলে, অচেনা মন ও বাংলাদেশ শিরোনামে মোট দশটি গান রয়েছে। সব গানের কথা ও সুর শিল্পী নিজেই করেছেন। সঙ্গীত পরিচালনায় সজীব দাস ৯টি ও আমজাদ হোসাইন ১টি গান। প্রকাশ করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা।

গানই আমার সব, গানই পরম বন্ধু । অবুঝ বয়স থেকেই গান নিয়ে আছি । গানের সাথেই আমার প্রেম-ভালোবাসাবাসি, বিরহ-সুখ, অভিমান-অনুরাগ । গানের চেয়ে কাউকে বেশি ভালোবাসি বললে মিথ্যে বলা হবে । যে গান ভালোবাসে না তার সাথে আমার কোন সম্পর্ক নেই, যোগাযোগও নেই । শৈশব থেকেই আমার চলাফেরা, বন্ধু-বান্ধব সংগীতকেন্দ্রিক। আমি ধন্য বাংলাদেশের মত এত হাজার প্রকৃতির বৈচিত্রপূর্ণ একটি দেশে জন্মেছি এবং বাংলা ভাষার মত বিশ্বসমৃদ্ধ একটি ভাষা পেয়েছি। যতদিন বেঁচে আছি ততদিন আমার বাংলা সংস্কৃতিকে বুকে ধারণ করে বাংলাদেশকে তুলে ধরতে চাই। অবশেষে বাংলা মায়ের বুকেই যেন চির ঠাই পাই। ‘নিঃশ্বাসের বর্ণমালা’ আমার প্রথম একক। অ্যালবামের সবগুলো গান আমার লেখা ও সুর করা। চেষ্টা করেছি নিজের অনুভূতিগুলোকে নিজের মত করে গাইতে। আমার প্রথম কাজ তাই ভুল-ভ্রান্তি, সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক। আশাকরি পরবর্তীতে শুধরে উঠতে পারবো। সজীব দাস দাদা ৯টি ও আমজাদ হোসাইন ১টি গানের সংগীত পরিচালনা করেছেন। সজীব দাসের কাছে আমি চিরঋণী। তিনি আমাকে সর্ব্বোচ্চ সহায়তা করেছেন। বন্ধু ফাহিম ফয়সালকে ধন্যবাদ। আজিম উদ্দিনকে বিশেষ কৃতজ্ঞতা; তিনি আমার শ্বশুরের দায়িত্ব পালন করেছেন। আর সেইসব বন্ধু-বান্ধব, ভাই-বেরাদরদের প্রতি আমার ভালোবাসা। আমার গান না শুনলে যাদের দিন কাটেনা, ঘুম হয়না। যারা উৎসাহ-উদ্দীপনা দিয়ে পাশে থেকে আমাকে সর্বদা সহায়তা করেছেন। সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে গানের মত একটি কঠিন বিষয়ে কাজ করার তওফিক দান করেছেন । গত দুই দশকের ইতিহাস, রাত জেগে সাধনা, দীর্ঘশ্বাসের কথা লিখে শেষ করতে পারব না । তার চেয়ে বরং থাক । ভালো থাকবেন, দোয়া রাখবেন। জয় গুরু।।

জাহিদ সাঁই

যোগাযোগঃ

Jahid.du310@gmail.com

০১৬৮৪৪৩০১৩১

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!