মানুষ মানুষের জন্য.. শিশু কন্যা সনির জন্ম টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। নয় বছর বয়সের এই অসহায় শিশুর বাবা আব্দুল হামিদ একজন ভূমিহীন দিনমুজুর। সনি এক ভিন্ন ধরণের শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম থেকেই মলদ্বার বিহীন। আর মলদ্বার না থাকার কারণে প্রায় সারাক্ষনই মূত্রদ্বার দিয়ে মল ত্যাগ হওয়ায় দুর্গন্ধে কেউ ভিড়তে চায় না নিদারুন কষ্টে জীবন যাপন করা সনির কাছে। আর দারিদ্রের কষাঘাতে জর্জরিত সনির পরিবারের পক্ষে একটা অপারেশন ও চিকিৎসা করানো প্রায় সম্ভব এবং অকল্পনীয় ব্যাপার। তবে আমার/আপনার ও সমাজের কিছু বিত্তবানদের সামান্য সাহায্যে পেলে সনি চিকিৎসা শেষে ফিরে আসতে পারে তার স্বাভাবিক জীবনে।
সরজমিনে সনির বর্তমান আবাস তার নানার বাড়ি দক্ষিণ গোপালপুর (ভূয়ারপাড়া) গ্রামে গিয়ে দেখা যায়, খালি গায়ে সনি শীতে কাঁপছে। শীতের কাপড় আছে কীনা জিজ্ঞেস করতেই একটি জীর্ণ জামা পরিয়ে দেয়া হয় সনির শরীরে।
সনির নানী বিবিজানের সাথে আলপচারিতায় জানা যায়, নিজের স্বামী মারা গেছেন বহু আগে। নাতনী সনির হতদরিদ্র বাবা ঢাকায় থেকে দিন মুজুরীর কাজ করে। বাড়িঘর ও জায়গাজমি না থাকায় মেয়ে, মেয়েরজামাইসহ দুই নাতনীকে নিজের জীর্ণ কুটিরে আশ্রয় দিয়েছেন। তিনিই বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সামান্য আহার জোটান সবার জন্য। সনির মা সাজেদা বেগমও একজন মানসিক প্রতিবন্ধী। নানী বিবিজান (৬৫) আরো জানান, সনিকে জন্মের ১৫দিন পর সরিষাবাড়ি থানায় এক নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেয়া হয়েছিল। কিন্তু সনির মলদ্বার না থাকার কারণে মূত্রদ্বার দিয়ে মল ত্যাগ করার এই শারীরিক সমস্যাটি তারা দেখতে পেরে সনিকে ফেরত দিয়ে যান।
সনিকে চিকিৎসার জন্য গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার চিকিৎসায় অপারগতা প্রকাশ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার কথা জানালে আর্থিক সমস্যার কারণে সনিকে আর চিকিৎসা করানো সম্ভব হয়নি। একটি প্রতিবন্ধী কার্ডের জন্য উপজেলা সমাজসেবা অফিসেও অনেকদিন ঘুরেছেন বলে জানান সনির নানী।
সম্প্রতি গোপালপুর পৌর কাউন্সিলর সমশের আলী ঐ এলাকায় গেলে বিষয়টি তাঁর নজরে আসে এবং তিনি পৌর মেয়রকে অবগত করলে পৌর মেয়র রকিবুল হক ছানা আশ্বস্ত জানিয়ে বলেন, মেয়েটিকে একটি প্রতিবন্ধী কার্ড করে দেয়াসহ যতদূর সম্ভব সহযোগিতা করা করার পাশাপাশি অসহায় এ মেয়েটির চিকিৎসায় বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
মানব সেবামূলক গ্রুপ আমরা গোপালপুরবাসী গ্রুপের সম্মানিত গ্রুপ মেম্বারদের শুভদৃষ্টিসহ অসহায় এই শারীরিক প্রতিবন্ধী মেয়েটির সু-চিকিৎসায় সামান্য হলেও সাহায্য কামণা করছি। আশা রাখছি- অভিজ্ঞ ডাক্তার আর আপনাদের দানের মাধ্যমে অপারেশন ও চিকিৎসায় নিদারুন কষ্টে জীবন কাটানো সনি নামের এই নিস্পাপ মেয়েটি ভালো হয়ে উঠবে।
মানব সেবার জয় হোক……
মলদ্বার বিহীন শারীরিক প্রতিবন্ধী সনির চিকিৎসায় সাহায্য পাঠাতে-
বিকাশ : 01764927033 (কে এম মিঠু, সাংবাদিক ও এডমিন, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপ) 01713990306 (মো: সাইফুল ইসলাম, সাংবাদিক ও শিক্ষক)
হাবিজা, সঞ্চয়ী একাউন্ট : ৬৯৮২, বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালপুর শাখা, টাঙ্গাইল।