নিজস্ব সংবাদদাতা :
রাজনৈতিক গ্রুপিং-লবিং আর নানা জল্পনা শেষে গোপালপুর পৌরসভার নির্বাচনে নৌকার মাঝি হলেন রকিবুল হক ছানা। তিনি ৩য় বারের মতো গোপালপুর পৌরসভা প্রার্থী হিসেবে আওয়ামীলীগ থেকে তিনি মনোনয়ন পেলেন। রকিবুল হক ছানা ইতিপূর্বে মেয়র পদে দুই দুইবার নির্বাচনে লড়ে স্বল্প ভোটের ব্যবধানে হেরে যান। পর্যবেক্ষকদের ধারনা শুধু মাত্র দলীয় কোন্দেলেই গত দুই নির্বাচনে তিনি হেরেছেন।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় গোপালপুর পৌরসভার নির্বাচনকে ঘিরে ইতোমধে বিরাজ করছে ভোটের আমেজ। চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও হাট বাজারে নির্বাচনী আলোচনা জনগনের মুখে মুখে।
অপরদিকে সাধারন ভোটাররা তাদের নিজ নিজ ভোট প্রদানে আগ্রহ থাকলেও গোলযোগ ও ভোট ছিন্তাইয়ের আশঙ্খা করছেন। তাদের দাবী সুষ্ঠ, সুন্দর ও যথাযথ নিরাপত্তা দিলেই নির্বাচন সার্থক হবে। সাধারন ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ৮ জনের মধ্য থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্র নেতা এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানা মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় গোপালপুরে খন্ডখন্ড মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করছে।