নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ১৯ আগস্ট বুধবার বিকেলে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।
সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমনগর দাখিল মাদরাসার সুপারিনটেন্ডন্ট আলহাজ মাওলানা আমিনুল ইসলাম, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক বাবন, মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বেলাল হোসেন প্রমুখ।
খেলার প্রথমদিনে ফুটবল খেলায় মাহমুদপুর উচ্চ বিদ্যালয় আলমনগর দাখিল মাদরাসাকে ১-০গোলে পরাজিত করে।