নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, ঢাকা কলেজের বাংলা অনার্স চতুর্থ বর্ষের ছাত্র শহীদ ইমরান হোসেন’র ২ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মার্চ পালিত হয়েছে।
ইমরান হোসেনের ২ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গোপালপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালি, তাঁর গ্রামের বাড়িতে কবর জিয়ারত, দোয়া মাহফিল, কালো ব্যাচ ধারন, কালো পতাকা উত্তোলন ও গোপালপুর থানা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
গোপালপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, ভাইস চেয়াম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও আব্দুল ছালাম মিল্টনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শহীদ ইমরান হোসেন ২০১৩ সালের এইদিনে গোপালপুর পৌরশহরে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিলে বিএনপি কর্মীদের হামলায় (২৪) নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐদিন সকাল ৭টায় আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীরা দলীয় অফিস থেকে হরতাল বিরোধী মিছিল নিয়ে পৌরশহরের তামাকপট্রি এলাকায় গেলে বিএনপি কর্মীরা হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমরান হোসেনসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের চার কর্মী আহত হয়। গুরুত্বর আহত ইমরানকে প্রথমে গোপালপুর হাসপাতাল এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সাংস্কৃতিক কর্মী এবং গোপালপুর গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক ছিলেন ইমরান হোসেন। নিহত ইমরানের গ্রামের বাড়ি ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে।