নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও এর নেতৃত্বাধীন ২০ দল ঘোষিত টানা অবরোধের প্রতিবাদে আজ মঙ্গলবার টাঙ্গাইলের গোপালপুরে গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এক অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গোপালপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নূরনবী সোহাগ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে গোপালপুর বাজার, নন্দনপুর, বাসস্টেশন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বর গিয়ে শেষ হয়। মিছিলে কলেজ শাখার ছাত্রলীগের সহসভাপতি খালিদ বিন ওয়ালিদ সুমন, সম্পাদক আলমগীর রানাসহ দুইশতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।