নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে গোপালপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছসেবক লীগের আহবায়ক আব্দুস সালাম নান্নু, আওয়ামী যুবলীগের সম্পাদক আনোয়ারুল হক বুলবুল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ছিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আব্দুস সালাম মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি পদে ৮জন ও সম্পাদক পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় হাউজের সিদ্ধান্তক্রমে পরবর্তীতে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ স্থানীয় সাংবাদিকদের জানান।