প্রেস রিলিজ :
প্রশাসন, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, অধ্যাপক, পুলিশ, আনসার, সাংবাদিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আরো অনেককে নিয়েই একটি সৃজনশীল মানবকল্যাণমূখী সুশীল কর্মকান্ডে নিয়োজিত সকল স্তরের ব্যক্তিগণের প্রতিষ্ঠিত সিভিল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ।
সিভিল অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ গত ২৯ জুন রবিবার, ঢাকার ফারস্ হোটেল এন্ড রিসোর্টে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব এএসএম আব্দুল হালিম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভায় সভাপতিত্ব করেন জনাব কাজী আবুল কাশেম, সাবেক কৃষি সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সংগঠনটির ২০২৫-২০২৭ তিন বছর মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্র্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি জনাব এএসএম আব্দুল হালিম (সাবেক মন্ত্রিপরিষদ সচিব), সাধারণ সম্পাদক জনাব মো. শামছুল আলম চৌধুরী (অতিরিক্ত সচিব অবঃ) এবং অর্থ সম্পাদক জনাব এসএম আব্দুল জলিল (সাবেক ডিজিএম, সোনালী ব্যাংক), সহ-সভাপতি জনাব মো. রফিকুল আলম (অতিরিক্ত সচিব) ও একেএম শহিদুর রহমান (সাবেক পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর), যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. শামছুদ্দোহা (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) ও জনাব অরুন কুমার চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ব্যাংক), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মো. আইনুল হক (অতিরিক্ত পুলিশ সুপার), সমাজ কল্যাণ সম্পাদক জনাব মো. ছরোয়ার হোসেন (যুগ্ম-সচিব), তথ্য প্রযুক্তি সম্পাদক অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন (সাবেক পরিচালক ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট), দপ্তর সম্পাদক জনাব এজেডএম শারজিল হাসান (যুগ্ম-সচিব)।
নির্বাহী সদস্য হলেন জনাব আবি আবদুল্লাহ (সচিব অবঃ), ড. দৌলতুন্নাহার খানম (সাবেক পরিচালক, সোনালী ব্যাংক), জনাব মোল্লা মিজানুর রহমান, (তত্বাবধায়ক প্রকৌশলী) ড. ফোরকান উদ্দিন আহম্মেদ, (সাবেক ডিডিজি বাংলাদেশ আনসার) জনাব এমএ মাসুদ, (অতিরিক্ত ডিআইজি) জনাব মো. আব্দুল মান্নান, (এমডি বিএইচবিএফসি) জনাব মো. শহিদুল্লাহ, (সাবেক সিএও, প্রতিরক্ষা মন্ত্রণালয়) জনাব মো. আবু হানিফ, (সাবেক সহকারী টাউন প্ল্যানার, রাজউক) ও জনাব নাসরিন আক্তার (উপজেলা শিক্ষা অফিসার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা। ০৯ (নয়) জন নির্বাহী সদস্যসহ মোট ২১ (একুশ) জন।
অনুষ্ঠানে আলোচনায় বিভিন্ন পেশার কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। সভায় বক্তারা নীতিনির্ধারণে সিভিল সার্ভিসের ভূমিকা, কল্যাণমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সংগঠনের সদস্যদের পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ব ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি নিয়েও নানা প্রস্তাবনা উপস্থাপিত হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আগত সচিব ও উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সিভিল অফিসার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে অতিথিরা পরস্পরের সাথে মত বিনিময় করেন এবং সৌহার্দ্যপূূর্ণ পরিবেশে সময় কাটান। সভায় ন্যায়-নীতি, মূল্যবোধের আর্দশ নিয়ে সামাজিক কর্মকান্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।