মাহদী হাসান শিবলী, বিশেষ সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার শীর্ষবিদ্যাপিঠ প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার কলেজ মুক্তমঞ্চে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি (সাধারণ ও বিএম), স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহাম্মেদ এর সভাপতিত্বে নবীণবরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নোমান উর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা খন্দকার মশিউজ্জামান রোমেল (সিআইপি), পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহিনুর ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী প্রমূখ।
দুই পর্বের নবীণবরণ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।