অধ্যাপক জয়নাল আবেদীন : টাঙ্গাইলের মধুপুরে ট্রান্সটারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে দিনব্যাপি দুর্নীতি বিরোধী গণশুনানী আজ সোমবার মধুপুর উপজেলা অডোটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন দুদক পরিচালক (ঢাকা বিভাগ) নাসিম আনোয়ার, টিআইবির সিনিয়র কর্মকর্তা হাসান আলী, দুদক পরিচালক (প্রতিরোধ ও গণসচেনতা) মনিরুজ্জামান, সনাক সভাপতি ডাঃ মীর ফরহাদুল আলম মনি, মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান, মধুপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক গোলাম সামদানী প্রমুখ।
প্রধান অতিথি স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং জনপ্রতিনিধিদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে মধুপুর উপজেলার ১২টি সরকারি অফিসের দুর্নীতি নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। বিচারক মন্ডলী ছিলেন দুদক কমিশনার মনিরুজ্জামান এবং জেলা প্রশাসক মাহবুব হোসেন। সেবা গ্রহিতারা উপজেলা সাবরেজিষ্ট্রি অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা হাসপাতাল, উপজেলা ভূমি অফিস এবং বনবিভাগ সম্পর্কে সুনির্দিষ্ট দুর্নীতি ও হয়রানির অভিযোগ করেন।
সাবরেজিস্ট্রি অফিস এবং উপজেলা হাসপাতালের স্টাফদের ঘুষের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন বিচারকমন্ডলী। অসাধু দুই কর্মচারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন দুদক কমিশনার। অনিয়মের দরুন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে সতর্ক করেন দুদক কমিশনার। পরে নাসিম আনোয়ার রচিত ‘ম্যাজিক বাক্স’ চিত্রনাট্য প্রদর্শিত হয়। বিকেলে ছিল দুনীর্তি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে সনাক দু’দিনব্যাপি তথ্য মেলার আয়োজন করে।