নিউজ ডেক্স : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে চর বকশিয়া সজিব আহাম্মেদ গণগ্রন্থাগারের উদ্যোগে প্রাথমিক সমাপণী শিক্ষা পিএসসিতে GPA 5 (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উক্ত পুরস্কার ও বস্ত্র বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ হোসেন।
আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বাবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান ও বস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আউলাদুজ্জামান আদর, মানবসেবাকর্মী ও সংগঠক মো. মোফাখ্খারুল ইসলাম হিটলার প্রমূখ।
এমদাদুল হক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. ওমর ফারুক, মো. রবিন তালুকদার, মো. জরিপ তালুকদারসহ অনেকেই।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. সজিব আহাম্মেদ অনুষ্ঠানটি সুন্দর ভাবে সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।