নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্চিত করার প্রতিবাদে গত শনিবার ‘সচেতন শিক্ষক সমাজ’ এর ব্যানারে মানববন্ধন করেছে গোপালপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
খন্দকার আসাদুজ্জামান একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাবের নেতৃত্বে বেলা ১১টায় গোপালপুর থানা ব্রীজ চত্ত্বরে মানববন্ধনে অংশ নেন, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান শিকদার বাদল, সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হারুন অর রশিদ ও সহকারি শিক্ষক এনামুল হক চৌধুরী হিমেল, পাকুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আহাম্মদ আলী, বড়শিলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন বন্ধু কুন্ডু, রামনগর উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক কে এম মাসুদসহ অর্ধশতাধিক শিক্ষক অংশ গ্রহন করে।
এ সময় বক্তারা ‘শিক্ষককে লঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংসদ সদস্যকে তার পদ থেকে অব্যাহতি এবং ক্ষতিগ্রস্থ শিক্ষককে ক্ষতিপূরণের জোর দাবি জানান।