পাঁচজন দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল স্পিকারদের নাম ঘোষণা করেন।
প্যানেল স্পিকার হলেন- আবুল কালাম আজাদ, মীর শওকত আলী বাদশা, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, কাজী ফিরোজ রশীদ এবং ফজিলাতুন নেছা ইন্দিরা। এদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন।