চিত্রাঙ্গদা সিং ও জ্যোতি রানধাওয়া
বিখ্যাত গলফ খেলোয়াড় জ্যোতি রানধাওয়া ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং একসময় খুবই জনপ্রিয় জুটি ছিলেন। তারা বিয়ে করেন এবং ১২ বছর অতিবাহিত করেন। তাদের একটি সন্তানও হয়। কিন্তু সমস্যা তাদের পিছু ছাড়ে না। গত বছর তারা বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। গত মাসে তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।
মোহাম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও সফল অভিনেত্রী সঙ্গীতা বিজলানি এক সময় দারুণ এক জুটি ছিলেন। তাদের ছিল রূপ, সম্মান ও শক্তি। এ অভিনেত্রীকে প্রায়ই নানা মিডিয়ায় দেখা যেত। তবে ২০১০ সালে সঙ্গীতা বের হয়ে আসেন তাদের দাম্পত্য জীবন থেকে। তিনি অভিযোগ করেন আজহারউদ্দিনের অন্য একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাদের ১৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে।
রিনা রায় ও মোহসিন খান
জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী রিনা রায় যখন পাকিস্তানি ক্রিকেটার মোহসিন খানের প্রেমে পড়েন তখন তাতে যোগ হয় ভারত-পাকিস্তান বর্ডারের বাড়তি উত্তেজনা। তাদের সম্পর্কে ছিল রোমান্স, নাটকীয়তা ও উত্তেজনা। তারা বিয়ে করে মুম্বাইতে বসবাস শুরু করেন। কিন্তু পারিবারিক সমস্যাসহ নানা কারণে তাদের বিয়ে টেকেনি। ফলে তাদের ডিভোর্স হয়ে যায়। মোহসিন পাকিস্তানে ফিরে গিয়ে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন।
– See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/05/31/90779#sthash.61bOD8U4.dpuf