কাজ শুরুর প্রথম দিনেই ধাক্কা। বিতর্কে জড়াল মোদী সরকার। ৩৭০ ধারা বাতিলের বিষয়ে সরকার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বলে প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং এদিন সাংবাদিকদের জানিয়েছেন। সমালোচনার মুখে পরে নিজের বক্তব্য প্রত্যাহার করতেও বাধ্য হন জিতেন্দ্র সিং। মঙ্গলবার দায়িত্ব গ্রহণের পরই বিতর্কিত কাশ্মীর ইস্যু নিয়য়ে মন্তব্য করে বসেন তিনি। জিতেন্দ্র এদিন বলেন, এই বিষয়টি নিয়ে আমরা জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলব। তা না হলে অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রয়োজনীয়তা বোঝাব কী ভাবে?
তিনি বলেন, আমরা অবস্থান বদলাইনি। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে বিষয়টি নিয়ে আলোচনা চাই। জিতেন্দ্র জানান, ৩৭০ নম্বর অনুচ্ছেদের জন্য জম্মু-কাশ্মীরের মানুষ কী হারিয়েছেন তা তাঁদের বোঝাতে হবে। তা হলেই স্বাভাবিক নিয়মেই ওই অনুচ্ছেদ বিলুপ্ত হবে। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশেই পরে নিজের মন্তব্যের মোড় ঘোরাতে বাধ্য হন জিতেন্দ্র। তাঁর এই মন্তব্যের পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ৩৭০ নম্বর অনুচ্ছেদ না থাকলে জম্মু-কাশ্মীর বারতের অন্তর্গত থাকবে না।
প্রসঙ্গত, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুসারে অন্য অঙ্গরাজ্যগুলির তুলনায় বেশি ক্ষমতা ভোগ করে জম্মু ও কাশ্মীর। বৈষম্যমূলক এই আইনের প্রতিবাদে প্রথম থেকেই সরব বিজেপি। যদিও কাশ্মীরি দলগুলি এবং কংগ্রেস, বামেদের মতো জাতীয় দলগুলো কাশ্মীরের বিশেষ মর্যাদা অব্যাহত রাখার পক্ষে।
সূত্র: কলকাতা ২৪x৭