এ ঘটনায় আহত আরো ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাজধানী সিউল থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জানসেয়ং এর হাইয়োসারাঙ হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রোগীদের অধিকাংশের বয়স সত্তর ও আশির কোঠায় বা তারও বেশি, যারা বিছানা ছেড়ে উঠার সক্ষমতা হারিয়েছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই তাদের মৃতু্য্যু হয়।
অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
গত মাসে ফেরি ডুবিতে ৩০০ মানুষ নিহত হওয়ার শোক কাটিয়ে উঠতে না উঠতেই এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটল।
এর আগে গত মঙ্গলবার দেশটির গোয়াঙ শহরের একটি বাস টার্মিনালে অপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২০ জন আহত হন।