রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত ২৬ জানুয়ারি সারাদেশে মানবপ্রাচীরসহ একমাসের কর্মসূচি ঘোষণা করে। ওই কর্মসূচি শনিবার শেষ হয়।
রোববার বিকালে নবম জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসে। বিএনপি ও সমমনা দলগুলো ত্রয়োদশ অধিবেশন থেকেই সংসদ বর্জন করে আসছে।