আজ || রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম :
  শতাব্দি পেরনো স্বর্ণজয়ী মানুষ ‘প্রফেসর মোয়াজ্জেম হোসেন’       অবশেষে গোপালপুরে বিরল রোগে আক্রান্ত পরিবার সুচিকিৎসা পাচ্ছেন       গোপালপুর-ভূঞাপুর যমুনা চরাঞ্চল এখন মাদক আর দুস্কৃতকারিদের অভয়ারণ্য       গোপালপুরে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে কৃষক সমাবেশ       খোরশেদুজ্জামান মন্টুকে এলাকাবাসি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দেখতে চান       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা       গোপালপুরে কুরতুবী মাদ্রাসার উদ্ধোধন       সালাম পিন্টুর মুক্তির আনন্দে গোপালপুরে মোটরসাইকেল র‍্যালি       গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত       গোপালপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সম্মেলন    
 


গোপালপুরে চায়ের দোকানের পাশে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ; ঘটতে পারে দুর্ঘটনা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে খোলা বাজারে অবাধে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ। সরেজমিন ঘুরে উপজেলার চাতুটিয়া মোড়, ঝাওয়াইল বাজার, মির্জাপুর বাজার, হেমনগর বাজারসহ বিভিন্ন বাজার এলাকায় ও পৌর শহরের মৃধাবাড়ী মোড়, থানা ব্রীজের পশ্চিম পাশে, ভুয়ারপাড়াসহ বিভিন্ন মুদি দোকানে এবং নবগ্রাম মোড়ে চায়ের দোকানে পাশে অকটেন ও পেট্রোল বিক্রি করতে দেখা গেছে। বিক্রেতারা দাহ্য পদার্থ বিক্রির আইন সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন। খোলা বাজারে ও চায়ের দোকানে পাশে এভাবে দাহ্য পদার্থ রাখায় যেকোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলছে সচেতন মহল।

নগদাশিমলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, খোলা বাজারে লাইসেন্স ছাড়া এভাবে দাহ্য পদার্থ বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চায়ের দোকানের পাশে দাহ্য পদার্থ বিক্রি করায় বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এতে যেকোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।

দাহ্য পদার্থ বিক্রেতা বুলবুল জানান, তিনি পার্শ্ববর্তী উপজেলা মধুপুর ফিলিং স্টেশন থেকে পেট্রোল এনে লিটারে ৫/৭ টাকা লাভে বিক্রি করেন। খোলা বাজারে পেট্রোল বিক্রি নিষেধ থাকলেও কিছু লাভের জন্য বিক্রি করেন তিনি। ব্যবসায়ী ইসমাইল হোসেন জানান, প্রায় দশ বছর ধরে বোতলে করে পেট্রোল ও অকটেল বিক্রি করেন ।  বিক্রির অনুমোদন না থাকলেও নিরাপত্তার জন্য ফায়ার এক্সটিংগুইশার রাখেন তিনি।

নবগ্রাম বাজার বনিক সমিতির সেক্রেটারী মো: মোন্নাফ হোসেন বলেন, চায়ের দোকানের পাশে এভাবে পেট্রোল বিক্রি করা অবৈধ। দূর থেকে পেট্রোল আনতে হয় তাই আমরা কিছু বলিনি। আপনারা বললেন দেখি আমরা কি করতে পারি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ পরিদর্শক (গোপালপুর দায়িত্ব) সিরাজুল ইসলাম বলেন, এভাবে দাহ্য পদার্থ বিক্রির কোন অনুমোদন নাই। এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি।

ইউএনও আসফিয়া সিরাত বলেন, অনুমতি ছাড়া ঝুঁকি তৈরি করে খোলা বাজারে কেউ দাহ্য পদার্থ বিক্রি করতে পারবে না। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!