আজ || মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
শিরোনাম :
  গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত       গোপালপুরে ছাগল পালনে স্বাবলম্বী শিল্পী রাণী এবং আন্না বেগম       গোপালপুরের ঝাওয়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ       গোপালপুরে দিনব্যাপী হাজী সম্মেলন অনুষ্ঠিত       গোপালপুরে বারেক মেম্বারের মৃত্যুবার্ষিকী পালন       গোপালপুরে বিদ্যুৎপৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু       গোপালপুরে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান       গোপালপুরে সরকারি জমি দখল নিতে দুই পক্ষের উত্তেজনা, সড়ক অবরোধ       গোপালপুরে নূরানী মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত       দেড় যুগ পরে গোপালপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ    
 


চাঁদাবাজি মামলায় সাংবাদিক লাবু গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলার আসামি কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লাবু খন্দকার (৩৭)। তিনি জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে।
গত সোমবার রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক এর নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা দিতে রাজি না হলে লাবু খন্দকার আয়নাল হকের নামে বিভিন্ন মিথ্যা ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবে এবং যেকোনভাবে তাকে জেলা পরিষদের সদস্য পদ হতে অপসারণ করবে বলে হুমকি প্রদান করে। এমন অভিযোগ এনে জেলা পরিষদের সদস্য আয়নাল হক বাদী হয়ে লাবু খন্দকারকে আসামি করে গত ৩ জুলাই কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার রাতে তাকে উপজেলার বীরবাসিন্দা এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাবু খন্দকার সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এর আগে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানের কাছে সে একাধিকবার চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদে লাবু খন্দকার নিজেই পিটিশন দেন। এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!