আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


চাঁদাবাজি মামলায় সাংবাদিক লাবু গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলার আসামি কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লাবু খন্দকার (৩৭)। তিনি জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে।
গত সোমবার রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক এর নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা দিতে রাজি না হলে লাবু খন্দকার আয়নাল হকের নামে বিভিন্ন মিথ্যা ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবে এবং যেকোনভাবে তাকে জেলা পরিষদের সদস্য পদ হতে অপসারণ করবে বলে হুমকি প্রদান করে। এমন অভিযোগ এনে জেলা পরিষদের সদস্য আয়নাল হক বাদী হয়ে লাবু খন্দকারকে আসামি করে গত ৩ জুলাই কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার রাতে তাকে উপজেলার বীরবাসিন্দা এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাবু খন্দকার সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এর আগে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানের কাছে সে একাধিকবার চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদে লাবু খন্দকার নিজেই পিটিশন দেন। এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!