কে এম মিঠু, গোপালপুর :
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গোপালপুরে সাংবাদিকদের সাথে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য মতবিনিময় সভা করেছেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহ-সভাপতি কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক সেলিম হোসেন, বিধান চন্দ্র রায়, মাহাদী ও রুবেলসহ মৎস্য অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনের অনুমোদিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন। এ সময় তিনি চায়না রিং জালের ক্ষতিকর বিষয়ক সম্পর্কে আলোচনা ও প্রতিরোধমূলক বক্তব্য উপস্থাপন করেন।