আজ || বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম :
  গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প       গোপালপুরে গর্ভবতী গাভী জবাই করে গোস্ত নিয়ে রেখে গেছে মৃত বাছুর       গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন       গোপালপুরে বিলুপ্তপ্রায় হেমনগরের গোয়ালবাড়ি খাল       গোপালপুরে যমুনার চরাঞ্চল ঘিরে সম্ভাবনার দুয়ার    
 


গোপালপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

কে এম মিঠুু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলের ১২ উপজেলার মধ্যে একমাত্র গোপালপুর এ মর্যাদায় উন্নীত হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে  প্রধানমন্ত্রীর তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্পের ১১টি ঘর গৃহহীনদের মধ্যে উপহার দেয়ার মাধ্যমে এ ঘোষণা করা হয়।

স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

বক্তব্য দেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

এসময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সু্বিধাভোগী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, এ উপজেলায় ১৯৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছেন। দেওয়া হয়েছে ঘরের চাবি, জমির দলিল, নামজারি খতিয়ান ও ডিসিআরের কপি। পেয়েছেন বিদ্যুৎ সংযোগ ও পানিসহ নানা সুবিধা। ভবিষ্যতে আরও ভূমিহীন-গৃহহীন পরিবার পাওয়া গেলে তাদের জমি ও ঘরের ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!