ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুরে আন্তঃজেলা দোকান চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপালপুর ও কালিহাতি উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার চালা উত্তরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে রাসেল মিয়া ওরফে সরকার (৩৬), একই এলাকার আবুল কালামের ছেলে রেজাউল করিম (৩৭) ও মৃত ফকির চাঁনের ছেলে নূরনবী (২৬), টাঙ্গাইলের কালিহাতি থানার ভরবাড়ী গ্রামের নূর এলাহীর ছেলে সোহান (২৭) এবং একই থানার দেউপুর গ্রামের মৃত আঃ রশিদ শেখের ছেলে লাভলু শেখ (৩৫)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানার দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহযোগিতা ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে অভিযান চালিয়ে আন্তঃজেলা দোকান চোর চক্রের সদস্যদের আটক করা হয়। জেলার বিভিন্ন বাজার এলাকায় সিএনজি নিয়ে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে ও তালা ভেঙ্গে চুরি করা এদের পেশা। গত ৩ জুলাই মির্জাপুর বাজারের জহুরুল ষ্টোরের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এরা। দোকানের মালামাল চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় বাজারের নৈশপ্রহরী রাসেলকে আটক করে। বাকিরা সিএনজি নিয়ে পালিয়ে যায়। আটক রাসেলের কাছ থেকে বাকী চোরদের ঠিকানা সংগ্রহ করে গোপালপুর ও কালিহাতি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে রিমান্ড আবেদন করে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত একজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।