গোপালপুর বার্তা ডেক্স :
২০২১ শিক্ষাবর্ষেরর প্রাথমিক বিদ্যালয়েরর শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে না বার্ষিক ও সমাপনী পরীক্ষা।
এ বছরও ছাত্রছাত্রীদের অটো পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।
সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এবছরও প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা নেওয়া হবে না। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হবে।