কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরের কৃতিসন্তান একুশে পদকপ্রাপ্ত লেখক, বিশিষ্ট বিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী যুক্তরাষ্ট্রে কাউন্সিলম্যান নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবোরো টাউনশিপের কাউন্সিলম্যান নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন।
এ নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী ড. নবীর বিরুদ্ধে রিপাবলিকান পার্টির কোন প্রার্থী ছিলনা। ড. নবী ২০০৭ থেকে একটানা দক্ষতার সাথে কাউন্সিলম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এবার তিনি পরবর্তী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।
পঞ্চমবারের মত নির্বাচিত হয়ে ড. নবী তাঁর এলাকার ভোটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আশা করি আমার এ বিজয় বাংলাদেশী আমেরিকানদেরকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে’।