কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের মাহমুদপুর গণহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা ৭১’ এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ছোট মনির।
গোপালপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে মাহমুদপুর বটতলায় নবনির্মিত স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা ৭১’ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, পৌর মেয়র রকিবুল হক ছানা, কাদেরিয়া বাহিনীর হনুমান কোম্পানীর কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, শহীদ পরিবারের সদস্য মো. শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, ইউপি চেয়ারম্যানবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার ও আলবদরদের সঙ্গে নিয়ে মাহমুদপুর গ্রামে হামলা চালায়। এ হামলার ঘটনায় ১৭ জন শহীদ ও অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনাকে স্বরণ করে রাখতে গোপালপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবছরই এ দিবস পালন করা হয়। এর মাধ্যমে গোপালপুর প্রেসক্লাব ও শহীদদের পরিবারের সদস্যদের পক্ষ থেকে গণহত্যা দিবস স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।