আজ || মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
শিরোনাম :
  মহান স্বাধীনতা যুদ্ধে যেভাবে হানাদার মুক্ত হল গোপালপুর থানা       আজ ১০ ডিসেম্বর গোপালপুর হানাদার মুক্ত দিবস পালন       গোপালপুরে বেগম রোকেয়া দিবস পালনসহ জয়িতাদের সংবর্ধনা       গোপালপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন       গোপালপুরে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’র (SEIP) কর্মশালা       গোপালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা       গোপালপুরে কয়েলের আগুনে পুড়ে মারা গেছে কৃষকের ৩ গরু       গোপালপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট       গোপালপুরে বনায়নের নামে সরকারি অর্থের বৃক্ষচারা গরু-ছাগলের পেটে       গোপালপুরের অদম্য মেধাবী সামির সম্ভাবনার গল্প    
 


গোপালপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে নন্দনপুর বাজার সংলগ্ন গোপালপুর প্রেসক্লাবের নিজস্ব ভবন ও নন্দনপুর নন্দন ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দন ক্লাবের পক্ষে সাবেক কাউন্সিলর মাসুম।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!