কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের সভাপতিত্বে নন্দনপুর বাজার সংলগ্ন গোপালপুর প্রেসক্লাবের নিজস্ব ভবন ও নন্দনপুর নন্দন ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিক, পৌর মেয়র রকিবুল হক ছানা, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দন ক্লাবের পক্ষে সাবেক কাউন্সিলর মাসুম।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস উদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্ত।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩