কে এম মিঠু, গোপালপুর :
বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার এর ৬ষ্ঠ ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় মিলনায়তনে, ১৪টি পদের জন্য দুইটি পরিষদ প্যানেল থেকে অংশ নেয়া যোগ্যপ্রার্থী নির্বাচন করতে ১৮৯ জন কাউন্সিলর, শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট প্রদান করেন।
কাউন্সিলে জামাল-মান্নান-মারুফ-জাহাঙ্গীর পরিষদ প্যানেলের ১৩ জন প্রার্থী বিভিন্ন পদে বিজয় লাভ করেন। অপরদিকে রেনুবর-আনোয়ার হোসেন তালুকদার প্যানেল ১টি সহ-সভাপতির পদ দখল করেন।
টাঙ্গাইল কুমুদিনী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর আলীম আল রাজী, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম আব্দুল মান্নান, টাঙ্গাইল মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি মো. আনিসুর রহমান, সখিপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং রেনুবর-আনোয়ার হোসেন তালুকদার প্যানেলের একমাত্র বিজয়ী প্রার্থী সখিপুর সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. সদরুদ্দিন আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হন।
জেলা রোভার কমিশনার হিসেবে দ্বিতীয় দফায় মেজর জেনারেল মাহমুদুল হাসান মহাবিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মো. জামাল হোসেন এবং সম্পাদক পদে বিজয়লাভ করেন, গোপালপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল মান্নান।
কোষাধ্যক্ষ পদে সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজের প্রভাষক মো. মারুফুজ্জামান। যুগ্ম সম্পাদক পদে মধুপুর সরকারি কলেজের রোভার স্কাউট লিডার প্রতিনিধি মো. ছানোয়ার হোসেন। জেলা রোভার স্কাউট লিডার পদে বাসাইল ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হন।
বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মশিউর রহমান খান এবং বংশাই মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি খান মো. কাইয়ুম খান গ্রুপ সভাপতি প্রতিনিধি হিসেবে জয়লাভ করেন।
রোভার স্কাউট লিডার প্রতিনিধি নির্বাচিত হন, জেলা রোভারের সহকারী কমিশনার ও ভূঞাপুর শেহাব উদ্দিন কলেজের সহকারি অধ্যাপক খন্দকার মোহাম্মদ হুমায়ুন কবির এবং নাগরপুর সরকারি কলেজের প্রভাষক মো. মাহমুদুল হাসান।