ডেক্স নিউজ :
টাঙ্গাইলের বাসাইলে আব্দুল লতিফ (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে সালিশি বৈঠকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. সোলাইমান মিয়ার নেতৃত্বে মানববন্ধনে অংশ গ্রহণ করেন, সংসদের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ শতাধিক বীর মুক্তিযোদ্ধাগণের সন্তান।
মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফকে পিটিয়ে হত্যায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারসহ ফাঁসির দাবি জানান। পাশাপাশি হত্যাকান্ডে যারা প্ররোচনা যুগিয়েছে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে মুক্তিযোদ্ধা পরিবারের উপর দিনদিন হামলা ও নির্যাতন বেড়েই চলছে। তাই জরুরি ভিত্তিতে তাদের দীর্ঘদিনের দাবি ‘মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন’ প্রণয়ন করতে রাষ্ট্রের কাছে জোরালো আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান সজীব সরকার, ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল, প্রিন্স জার্নালিস্ট, মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু। টাঙ্গাইলের মুক্তিযোদ্ধাগণের সন্তানদের পক্ষে বক্তব্য রাখেন বিপ্লব সবুর খান, সাজ্জাদ খোশনবীশ, অধ্যাপক রেজাউল করিম, আতিকুল ইসলাম, জিয়াদ সিদ্দিক, নাহিদ খান, শহীদুল ইসলাম, আব্দুল আলীম, আসাদুজ্জামান শোয়েব ও আপেল খান প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে কেন্দ্রীয় ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের একটি প্রতিনিধি দল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সাথে সাক্ষাত করেন। এসময় মামলার অগ্রগতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।