আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


কালিহাতীতে ডিবি পরিচয়ে বাসে ছিনতাইকালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আটক

এম আর মিল্টন, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের কালিহাতীতে কুষ্টিয়াগামী একটি বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ডিবি পরিচয়ধারী এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা থেকে কুষ্টিয়াগামী এস বি পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করা গেলেও তার অপর ৫ সঙ্গী পালিয়ে যায়। গ্রেফতারকৃত অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তালেব গাজীপুর জেলার আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে। ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে সে অবসর গ্রহণ করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স এসবি পরিবহনের ওই বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুটি মাইক্রোবাসযোগে ডিবি পরিচয়ধারী ৫ ব্যক্তি বাসটি থামিয়ে ভিতরে প্রবেশ করেন। এ সময় ডিবি পরিচয়ধারী ওই ব্যক্তিরা কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী পরিচয় দিয়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। এ সময় ওই গরু ব্যবসায়ীদের জোরপূর্বক নামানোর চেষ্টাকালে গাড়ি চালক ও সুপারভাইজার ডিবি পুলিশ নিশ্চিতের দাবী জানালে ডিবি পরিচয়ধারীদের ৪ ব্যক্তি দ্রæত বাস থেকে নেমে পরেন। তবে গাড়ির চালক কৌশলে ডিবি পরিচয়ধারী ওই ছিনতাইকারী চক্রের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে নিয়ে দ্রæত বাসটি চালিয়ে এসে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে থামান। পরে গাড়ির চালক বিষয়টি কালিহাতী থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঐ অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু তালেবকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!