আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


আধুনিক জেলা গড়তে কৃষিমন্ত্রীসহ টাঙ্গাইলের সাত সাংসদ একমঞ্চে

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের ভোটারদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘বিপুল ভোটে বিজয়ী করেছেন, এখন আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের পাশাপাশি এই জেলার উন্নয়নে ভূমিকা রাখা। আমরা সকল সাংসদ যদি নিষ্ঠা ও সততার সাথে কাজ করি, তবে সন্ত্রাস, মাদক, জঙ্গিমুক্ত উন্নত টাঙ্গাইল গড়ে তুলতে পারব।’

কর্মসংস্থান সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে অর্থনৈতিক জোন, আধুনিক বাস টার্মিনাল, শিল্প সংস্কৃতি চর্চার জন্য আধুনিক মিলনায়তন, ঢাকা-টাঙ্গাইল রুটে আরো বেশি ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করবেন বলে জানান মন্ত্রী।

রোববার (২৭ জানুয়ারি) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে কৃষিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে জনগণ শুধু ভোট দেয়নি, গণ রায় দিয়েছে। জনগণের এই রায়কে সম্মান জানিয়ে টাঙ্গাইলকে আধুনিক জেলায় পরিণত করব।’

আব্দুর রাজ্জাকসহ টাঙ্গাইলের সাতজন সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয় এ অনুষ্ঠানে। অন্য সংসদ সদস্যরা হলেন- টাঙ্গাইল-৮ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মোঃ আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের হাসান ইমাম খান সোহেল হাজারী এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

অনুষ্ঠানের শুরুতেই জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাকসহ সকল সংসদ সদস্যদের নৌকা প্রতিক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!