নিজস্ব সংবাদদাতা :
গোপালপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয়েছে ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডিপুটি কমান্ডার মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আব্দুল খালেক, আব্দুল রশিদ, নাজিম উদ্দিন, হুমায়ুন, আজহার আলী ও রফিকুল ইসলাম প্রমূখ।
সভায় বক্তারা আসন্ন গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারকে আওয়ামীলীগ দলীয় প্রতীকে মনোনয়নের দাবী জানানোসহ শহরে গণসংযোগ করেন।