আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন       গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল    
 


গোপালপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন করা চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে মামলা

কে এম মিঠু, গোপালপুর :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে। গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।

ওই কমান্ডার মামলায় অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আরিফুর রহমান এবং গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের পরিচয় দিয়ে ০১৬৪৩৮২০২৬৯ এবং ০১৭৯৫১৬০৩৪৩ নম্বর থেকে গত মঙ্গলবার ফোন দিয়ে প্রধান মন্ত্রীর দপ্তর থেকে প্রতিজনে আড়াই লক্ষ টাকা অনুদান পাওয়ার খবর দেন। এ টাকা উত্তোলন করতে ভ্যাট বাবদ পঞ্চান্ন হাজার টাকা ০১৮৬৭২১১২০৭ নাম্বারে বিকাশ যোগে পাঠাতে বলেন। ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন এবং অপর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ গত বুধবার ওই পরিমান টাকা বিকাশ যোগে পাঠিয়ে দেন। পরে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে অনুদানের টাকা নিয়ে  কথা বলতে অফিসে গেলে ইউএনও বিকাশ বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা এবং ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন ঢাকাস্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আরিফুর রহমানের সাথে তার অফিসে সাক্ষাৎ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ইউএনও বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। এর আগেও গত ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে ওই প্রতারক চক্রটি অনেকের নিকট থেকে প্রতারনাপূর্বক চাঁদা আদায় করেনবলে জানান তিনি। এ ব্যাপারে ওসি হাসান আল মামুন জানান, প্রতারক চক্রটিকে পাকড়াও করার জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!