আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


মধুপুর শিল্প ও বণিক সমিতির নির্বাচনী প্রচারণা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক :

ব্যাপক প্রচার প্রচারণায় জমে উঠেছে টাঙ্গাইলের মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে পৌর শহরের প্রধান প্রধান সড়ক। প্রতীক হিসাবে প্রদর্শনী চলছে জীবন্ত হাতি, ঘোড়া, ষাঁড়, গাভী ও মোরগের।

আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সিরাজুল হক আজাদ এক প্রেসব্রিফিংয়ে জানান, নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ২১ পদে ৪১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ভোটার সংখ্যা ১ হাজার ৭শত ৫১জন। আগামী ২২ সেপ্টেম্বর শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সভাপতি পদে সাবেক সভাপতি সিদ্দীক হোসেন খানের সাথে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলম খান। সম্পাদক পদে লড়াই করছেন দুই সাবেক সম্পাদক মীর রফিকুল ইসলাম মাসুদ এবং মীর জহির উদ্দীন বাবর। সহসভাপতি পদে কমলেশ চন্দ্র রায়, মাসুদুর রহমান মাসুদ, ফজলুল হক মনি, সহসম্পাদক পদে খন্দকার আতিকুর রহমান তুহিন, ইব্রাহীম মিয়া, স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পদে আসাদুজ্জামান সরকার ও বেলাল হোসেন, কোষাধ্যক্ষ পদে আবুবকর সিদ্দীক ও জাহাঙ্গীর আলম আকন্দ, দপ্তর সম্পাদক পদে এনামুল হক এনা ও মানিক কুমার চন্দ, প্রচার সম্পাদক পদে ইমরুল কায়েশ জুয়েল, মিঞ্জুর রহমান নান্নু ও আব্দুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মামুন হোসাইন ও হুমায়ুন কবীর, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবু সালেহ, মোন্নাফ সরকার, হরমুজ আলী সরকার, ক্রীড়া সম্পাদক পদে শাহ আলম আকন্দ, আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক পদে নাজমুল হক, মাসুদ রানা, মো. আলাউদ্দীন, আশিকুজ্জামান জুয়েল, আঃ খালেক, জসিম উদ্দীন, জোয়াদ আলী, নারগীছ বেগম এবং সাত কার্যকরী সদস্য পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!