আজ || মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন       গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল    
 


গোপালপুর কলেজ সরকারিকরণ করায় আনন্দ র‌্যালি

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর কলেজ সরকারিকরণ করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলাবাসীর সমন্বয়ে কলেজ চত্বর থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ চত্বরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও স্থানীয় সাংসদ পুত্র খন্দকার মশিউজ্জামান রোমেল, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, রওশন খান আইয়ুব, রফিকুল ইসলাম তালুকদার, শহর আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৩০ জুন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সারা দেশের ১৯৯টি কলেজ সরকারিকরণের তালিকা থেকে গোপালপুর কলেজ বাদ দিয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী আব্দুস সালাম পিন্টুর প্রতিষ্ঠিত মেহেরুন্নেচ্ছা মহিলা কলেজের নাম অর্ন্তভূক্ত করায় কলেজ শিক্ষক শিক্ষার্থী ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও সর্বস্তরের জনগণের ব্যানারে পৌরশহরে লাগাতার বিক্ষোভ মিছিল সমাবেশ হরতাল কর্মসূচী পালনসহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি প্রদান করলে মেহেরুনেচ্ছা মহিলা কলেজের নাম কর্তন করে গোপালপুর কলেজের নাম অর্ন্তভূক্ত করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!