নিজস্ব প্রতিবেদক :
উত্তর টাঙ্গাইলের বৃহৎ ব্যবসায়িক সংগঠন মধুপুর শিল্প ও বণিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। অাজ ১৬ অাগষ্ট বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে অানুষ্ঠানিকভাবে উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশন (নিয়মানুসারে) এ তফসীল ঘোষনা করেন।
উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার সাবেক অধ্যাপক সিরাজুল হক অাজাদ ঘোষিত তফসীল অনুসারে অাগামী ২২ সেপ্টেম্বর ২০১৮ সমিতির কার্যকরি পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন নিম্ন বর্ণিত তফসীল অনুসারে অনুষ্ঠিত হবে। ২৫ অাগষ্ট খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ। ২৮ ভোটার তালিকা প্রসঙ্গে অাপত্তি গ্রহণ। ২৯ আগষ্ট অাপত্তির শুনানি। ৩০ অাগষ্ট চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ। ১ ও ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রয় (মূল্য – ২,৫০০ টাকা, সকাল ১০ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত)। ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা (সকাল ১০ থেকে বিকাল ০৪ টা, মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের টাকার মূল রশিদ সংযুক্ত করতে হবে)। ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই (সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত)। ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্রের অাপত্তি গ্রহন (সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত)। ৬ সেপ্টেম্বর মনোনয়নপত্রের অাপত্তির শুনানি। ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার। ৯ সেপ্টম্বর চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ। ১০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ। ২২ সেপ্টম্বর ঘোষিত কাঙ্খিত নির্বাচনে’র ভোট গ্রহন (বিরতিহীনভাবে সকাল ০৮ টা হতে বিকাল ০৪ টা পর্যন্ত , মধুবন কমিউনিটি সেন্টার, তেতুলতলা, মধুপুর।)
উল্লেখিত নির্বাচনী তফসীল ঘোষণার সময় উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসেন ফকির, উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সম্পাদক মো. গিয়াস উদ্দিন, উপদেষ্টা শ্রী সুবল চন্দ্র সাহা, প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যাপক সাংবাদিক গোলাম ছামদানী, প্রবীণ বিশিষ্ট সাংবাদিক সাবেক অধ্যাপক জয়নাল অাবেদীনসহ সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ীগণ ও অামন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন দুই হাজারে’র অধিক সদস্যসের ঐতিহ্যবাহী এ সংগঠনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।