কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল পন্ড করে দিয়েছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে ব্যানার ও মাইক।
গোপালপুর থানার এসআই আব্দুল হাই জানান, গতকাল সারাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন। কিন্তু গোপালপুর উপজেলা বিএনপি প্রশাসনের অনুমতি না নিয়ে দলীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করায় তাদের অনুষ্ঠান ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে বিএনপি’র বেশ কয়েকজন নেতা বলেন, গোপালপুর থানা পুলিশকে মৌখিকভাবে দোয়া ও ইফতার মাহফিল বিষয়ে জানানো হলেও, প্রশাসনের অনুমতি নেই অজুহাতে আমাদের অনুষ্ঠান পন্ড করে দেয়া হয়েছে।
পরে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পৌরশহরের কাজীবাড়িস্থ দলীয় কার্যালয়ের আশেপাশের রাস্তায়, গলিতে ও চকে অবস্থান নিয়ে ইফতার পর্ব শেষ করেন।